logo

আপনার ডিজাইন কপি হচ্ছে কিনা বুঝবেন কিভাবে।

অনেক সময় দেখা যায় আমরা একটা ডিজাইন করে ফেলে অনিচ্ছাকৃত ভাবে এটা আরেকজনের সাথে মিলে যায়। এটা হবার অবশ্য কারণ আছে কারণ হলো আপনি সাবজেক্ট নিয়ে ডিজাইনটা করছেন হয়তো আপনি কোন না কোন সময় ওই টাইপের কোন ডিজাইন দেখেছিলেন যে আপনার স্মৃতিতে রয়ে গেছে। আবার সময় এটা নাও হতে পারে। সে যাই হোক, আজকের আলোচ্য বিষয় ডিজাইন করা এবং তৈরিকৃত ডিজাইন কপি হচ্ছে কিনা কিভাবে চেক করবেন।

তার আগে ছোট টিপস :

১/ চেষ্টা করবেন গতানুগতিক যে ডিজাইনগুলো দেখা যায় সেগুলো থেকে বের হয়ে এসে এমন কিছু করার যেটা অন্যদের চাইতে আলাদা হয়।
২/ ডিজাইন করার জন্য কিছু স্টেপ ফলো করেন যেমন ডিজাইন রিসার্চ, কালার, টাইফোগ্রাফি, যুগ উপযোগী কোনটা ভালো।
৩/ব্রেন স্ট্রিমিং মুড বোর্ড, স্কেচ, এ পর্যাপ্ত সময় দেয়া।
৪/ তারপর ভিজুয়ালি ঠিকঠাক করে প্রেজেন্ট করা।

এখন মূল বিষয়ে আসি কিভাবে চেক করব।

সিমিলার ডিজাইন চেক করার কয়েকটি ফ্রী টুলস আছে।
১/ Google lens
২/ Tineye
৩/ Yandex
৪/ Bing visual search
৫/ Pinterest search
৬/ IQDB
৭/ Pixsy

উপরোক্ত এই সাইটগুলো গেলে আপনি আপনার পরিচিত ডিজাইনটি আপলোড করলে সিমিলার ডিজাইন সেই সাইট গুলো থেকে সাজেস্ট করবে আপনাকে। তবে মোকাপ ডিজাইন না দিয়ে র ডিজাইন দিয়ে সার্চ করুন।
ধন্যবাদ

Scroll to Top