আমরা যারা নতুন ফাইবার একাউন্ট তৈরি করি তখন থেকে আমাদের মনের মধ্যে অনেক জমা হয়ে যায়। যেমন- গিগ কিভাবে তৈরি করলে দ্রুত অর্ডার পাওয়া যাবে। তাছাড়া কিভাবে প্রোফাইলে ছবি এ্যাড করব বা কেমন ধরনের ছবি অ্যাড করব। এই রকম হাজার হাজার প্রশ্ন থেকে যায় মনের মধ্যে। আমি এই ভিডিওতে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি ভাল লাগে তাহলে অবশ্যই দ্বিতীয় পর্ব অ্যাড করব। নিচে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হল:
কমন কিছু প্রশ্ন এবং উত্তর।
১। আমি কাজ পারি, এখন কিভাবে ফাইভারে একাউন্ট খুলবো এবং একাউন্ট খুলতে কি কি লাগবে ?
উত্তরঃ কিভাবে একাউন্ট খুলবেন সেটার জন্য ইউটিউবে সার্চ দিন এবং একটি টিউটোরিয়াল দেখে একাউন্ট খুলে নিন। একাউন্ট খোলার জন্য আপনার একটা মেইল একাউন্ট লাগবে।
২। আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ না আপনি ১ টা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবেন না।
৩। আমি কি একই পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ আপনি একটী পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবেন কিন্তু একটী একটি একাউন্ট ডিজেবল হওয়ার পর অবশ্যই উইন্ডোজ দিয়ে আবার নতুন একাউন্ট খুলে নিবেন।
৪। আমার একাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন ।
৫। আমার একাউন্ট কি মোবাইল এপ্স এবং পিসি দিয়ে একই সাথে লগিন রাখতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন।
৬। আমার একাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগিন করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন কিন্তু অবশ্যই সেই পিসিতে অন্য কোন একাউন্ট লগিন করা যাবে না। অর্থাত একটী একাউন্ট একাধিক পিসিতে লগিন করতে পারবেন কিন্তু একাধিক একাউন্ট কোন পিসিতে লগিন করতে পারবেন না। এবং একই সময়ে আপনার একাউন্ট একাধিক জায়গায় লগিন রাখতে পারবেন না।
৭। একাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন কিন্তু নিজের ইনফরমেশন ব্যাবহার করাই ভালো ।
৮। সিকিউরিটি কোয়েশ্চন ভুলে গেলে কি করবো ?
উত্তর ঃ সরাসরি সাপোর্টে যোগাযোগ করবেন।
৯। একাউন্ট নাম কি যে কোন নাম ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন তবে নিজের নাম ব্যাবহার করাই ভালো ।
১০। একাউন্ট এ কি নিজের পোর্টফোলিও এড করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন। তবে কোন ধরনের ওয়েব সাইট ব্যাবহার করবেন সেটা ফাইভার সাপোর্টে এ ম্যাসেজ দিয়ে নিশ্চিত হয়ে নিতে পারেন।