অনলাইন মার্কেট প্লেসে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই সেই কাজে পারদর্শী হতে হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটি ক্যাটাগরী নির্ধারন করে নিন।এর পর আপনার স্কিল অনুযায়ী যতটা সম্ভব বেশি ইনফরমেশন দিয়ে গিগ প্রস্তুত করুন।তবে গিগে আজেবাজে কথা না লেখাই শ্রেয়। মুলভাব প্রকাশ করুন। চেষ্ঠা করুন গিগের একটি ভিডিও তৈরি করতে।কারন স্টিল ইমেজের চাইতে ভিডিও অনেক বেশি কাজে দেয়।এনিমেশন ভিডিও হলে আরো ভাল হয়। যথা সম্ভব নিজেকে রিপ্রেজেন্ট করতে চেষ্ঠা করুন ।আর অতীতের কোন প্রজেক্ট বা কাজ করে থাকলে তার রেফারেন্স ও দিতে পারেন।
আশা করি কাজে আসবে।
এছাড়া ভিডিওটি দেখতে পারেন।